项目作者: Tarequl-islam
项目描述 :
This is a simple repository to keep track of my problem solving codes and resources and to do list.
高级语言: C++
项目地址: git://github.com/Tarequl-islam/Programming-competition.git
Mission RedCoder in CF
What i’ve completed
এখন Programming Contest by Mahbubul Hasan বইটা ভাল করে শেষ করছি।
বইয়ের যেই টপিক গুলো শেষ করছি সেই টপিক গুলো না বুঝলে geeksforgeeks,
shafayets algo, youtube ইত্যাদি থেকে ক্লিয়ার করে নিচ্ছি।
সেম টপিক স্টিভেন হালিমের বই থেকে পড়ে রিলেটেড প্রব্লেম গুলো সল্ভ করতেছি।
শাফায়েতস ব্লগ থেকে DS, Graph শেষ করে দিবো। ১ Topics daily
১০ সেপ্টেম্বর থেকে লেভেল ধরে Codeforces এ প্রব্লেম সল্ভিং করে যাচ্ছি। কোন রকম আউটকাম আশা না করে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালাই যাবো।
শাফায়েতস ব্লগ থেকে Dynamic Programming ও leetcode, codeforces থেকে রিলেটেড প্রবলেম সল্ভ করবো।
Codejam এর আগে ladder13 শেষ করবো ও DS&Algo ভাল ভাবে একবার রিভিশন দিবো।
টানা Codeforces এ প্রব্লেম সল্ভ করে যাবো।
তারপর BACS এর Camp টা রিভিশন করতে হবে।
don’t miss weekly contest
important links
Books:
- Data Structure & Algorithm by mahbubul hasan vai
- Competitive Programming by Steven Halim
- Competitive Programmer’s Handbook by Antti Laaksonen
REMEMBER সব এইখানে লিখে রাখতে হবে। ।